যখন আপনি আমাদের ওয়েবসাইটে রেজিস্টার এবং লগ ইন করবেন, তখন আপনাকে সর্বোচ্চ সেবা দেয়ার জন্যে আমরা আপনার ব্যক্তিগত কিছু তথ্য সংগ্রহ করবো, যেমন আপনার নাম , মোবাইল নাম্বার, ঠিকানা, ইমেইল এড্রেস ইত্যাদি । এইসব তথ্য আমরা শুধুমাত্র আমাদের সেবার মানোন্নয়নের জন্যে, আপনাকে বিশেষায়িত সেবা দেবার জন্যে, এবং আমাদের প্রমোশনাল এক্টিভিটিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে দেবার জন্যে।
আমরা আপনার ব্যক্তিগত তথ্যাদি কখনোই তৃতীয় কোনো পক্ষের কাছে প্রকাশ করবো না।
“ভালো খাবো, ভালো খাওয়াবো”- এই মূলমন্ত্র নিয়ে পথচলা শুরু করেছিলাম আমরা। সারাদেশ চষে নিজেদের পরিবার এবং আত্নীয়স্বজনের জন্যে সর্বোৎকৃষ্ট মানের কিছু খাদ্যসামগ্রী সংগ্রহ করাই ছিলো আমাদের প্রাথমিক লক্ষ্য। সময়ের পরিক্রমায় সম্পূর্ণ শখের এই উদ্যোগটিকে আমরা আমাদের সাধ্য অনুযায়ী কিছুটা বৃহদায়তনে এবং পেশাদারিত্বের সংগে শুরু করেছি- উদ্দেশ্য সৎভাবে ব্যবসা করে এসব বিশুদ্ধ খাদ্য উপাদানসমুহ আরো বেশি সংখ্যক পরিবারের নাগালে পৌঁছে দেয়া। আমরা গ্রাহকদের শতভাগ খাঁটি পণ্যসামগ্রী সরবরাহে প্রতিশ্রুতিবদ্ধ। তবে তথাকথিত “অর্গানিক” নাম দিয়ে অধিক মুনাফা নয়, বরং ন্যায্যমূল্যে আপনাদের সন্তুষ্টি অর্জনই আমাদের এই উদ্যোগের লক্ষ্য। ইনশাআল্লাহ, আমাদের পণ্যসামগ্রীর মান নিয়ে কখনোই আমরা আপোষ করবো না।
এই পথচলায় আমাদের সাথেই থাকুন।
Customer Care:
Call– 01913775977(10-10)
Write- info@rohifoodsbd.com
Copyright ©2024 Rohi Foods – All Rights Reserved.