১)পণ্যের গুনগত মান গ্রাহকের কাছে সন্তোষজনক মনে না হলে, অথবা পণ্য ওজনে কম পাওয়া গেলে পণ্য গ্রহন করার ২৪ ঘন্টার মধ্যে আমাদের কাস্টোমার কেয়ার নাম্বারে অবহিত করতে হবে । ২৪ ঘন্টা অতিক্রান্ত হবার পর কোনো ধরনের অভিযোগ আমলযোগ্য বলে বিবেচিত হবে না।
২) যদি পণ্যের মান অথবা ওজন সম্পর্কে গ্রাহকের আপত্তি থাকে, এবং যদি পণ্য গ্রহনের ২৪ ঘন্টার মধ্যে আমাদেরকে এ ব্যাপারে অবহিত করা হয়, তবে আমরা গ্রাহকের ইচ্ছানুযায়ী
ক) পূর্বে ডেলিভারি করা পণ্য ফেরত নিয়ে পুনরায় ডেলিভারি চার্জ ছাড়াই নতুন পণ্য গ্রাহককে সরবরাহ করতে পারি।
খ) গ্রাহক পণ্যের মূল্য ফেরত নিতে চাইলে তাকে পণ্যের পূর্ন মূল্য ফেরত দেয়া হবে।
উপরোক্ত উভয় ক্ষেত্রে প্রথমে সরবরাহকৃত পণ্য সর্বোচ্চ ১০% পর্যন্ত ব্যবহারের ক্ষেত্রে গ্রাহককে পূর্ণ ওজনের পণ্য রিপ্লেসমেন্ট অথবা পূর্ণ মূল্য ফেরত দেয়া হবে । ১০% এর বেশি পণ্য ব্যবহার করা হলে অতিরিক্ত (১০% এর অতিরিক্ত) পণ্যের মূল্য গ্রাহকের কাছ থেকে কর্তন করা হবে, অথবা রিপ্লেসমেন্টের সময় সেই পরিমান পণ্য সমন্বয় করা হবে।
“ভালো খাবো, ভালো খাওয়াবো”- এই মূলমন্ত্র নিয়ে পথচলা শুরু করেছিলাম আমরা। সারাদেশ চষে নিজেদের পরিবার এবং আত্নীয়স্বজনের জন্যে সর্বোৎকৃষ্ট মানের কিছু খাদ্যসামগ্রী সংগ্রহ করাই ছিলো আমাদের প্রাথমিক লক্ষ্য। সময়ের পরিক্রমায় সম্পূর্ণ শখের এই উদ্যোগটিকে আমরা আমাদের সাধ্য অনুযায়ী কিছুটা বৃহদায়তনে এবং পেশাদারিত্বের সংগে শুরু করেছি- উদ্দেশ্য সৎভাবে ব্যবসা করে এসব বিশুদ্ধ খাদ্য উপাদানসমুহ আরো বেশি সংখ্যক পরিবারের নাগালে পৌঁছে দেয়া। আমরা গ্রাহকদের শতভাগ খাঁটি পণ্যসামগ্রী সরবরাহে প্রতিশ্রুতিবদ্ধ। তবে তথাকথিত “অর্গানিক” নাম দিয়ে অধিক মুনাফা নয়, বরং ন্যায্যমূল্যে আপনাদের সন্তুষ্টি অর্জনই আমাদের এই উদ্যোগের লক্ষ্য। ইনশাআল্লাহ, আমাদের পণ্যসামগ্রীর মান নিয়ে কখনোই আমরা আপোষ করবো না।
এই পথচলায় আমাদের সাথেই থাকুন।
Customer Care:
Call– 01913775977(10-10)
Write- info@rohifoodsbd.com
Copyright ©2024 Rohi Foods – All Rights Reserved.